৪০ কৃষকের ঋণের কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৭ অক্টোবর ২০২১

লালমনিরহাটের হাতীবান্ধায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রায় ৪০ জন কৃষকের ঋণের প্রায় এক কোটি টাকা আত্মসাত করেছেন ব্যাংক কর্মকর্তা আজিজুর রহমান। আত্মসাতের ওই টাকা ফেরত ও অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার রাজশাহী কৃষি ব্যাংক হাতীবান্ধা শাখার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযুক্ত আজিজুর রহমান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হাতীবান্ধা শাখার সিনিয়র অফিসার (মাঠ)।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরু, ভুক্তভোগী সেলিম উদ্দিন সুমন, বেলাল হোসেন সুমন ও জাফিরুল।

jagonews24

বক্তারা বলেন, আজিজুর রহমান প্রতারণা করে আমাদের প্রায় এক কোটি টাকা আত্মসাত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ব্যাংকে আসছেন না। এ বিষয়ে লিখিত অভিযোগ করেও আমরা কোনো সুফল পাচ্ছি না। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন এবং অতিদ্রুত ঋণের টাকা ফেরত না দিলে কঠোর আন্দোলনের হুমকি দেন।

উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ভুক্তভোগী কৃষক আলতাব হোসেন বলেন, আমার জায়গা-জমির সব কাগজপত্র ব্যাংকে জমা দিয়ে তিন লাখ টাকা ঋণ নিই। অথচ ব্যাংক কর্মকর্তা তিন লাখ টাকার মধ্যে মাত্র ৫০ হাজার টাকা দিয়ে বাকি টাকা আত্মসাত করেছে। বাকি টাকা কীভাবে পরিশোধ করবো এ নিয়ে পরিবার নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হাতীবান্ধা শাখার সিনিয়র অফিসার (মাঠ) আজিজুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

jagonews24

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হাতীবান্ধা শাখার ব্যবস্থাপক রুহুল আমিন বলেন, প্রায় ৪০ জন গ্রাহক আজিজুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তিনি প্রায় এক মাস ধরে ব্যাংকে আসছেন না। তাকে বারবার অফিসে আসার নোটিশ দিলেও তিনি অফিসে আসছেন না।

এ বিষয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক লালমনিরহাট জোনাল ম্যানেজার মাহিদুল ইসলাম বলেন, আজিজুর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়েছি। তিনি অফিস করছেন না, আমাদের সঙ্গে যোগাযোগও করছেন না। আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবো।

রবিউল হাসান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।