আদমদীঘিতে হনুমান দেখতে উৎসুক জনতার ভিড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ০৭ অক্টোবর ২০২১

বগুড়ার আদমদীঘিতে দলছুট একটি হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। হনুমানটি দেখতে কৌতূহলী মানুষ ভিড় করছে। বিশেষ করে শিশুরা প্রাণীটি দেখে আনন্দ উপভোগ করছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে উপজেলার সান্তাহার পৌরশহরের তিয়রপাড়া মোড়ে হনুমানটি দেখা যায়। এ সময় সাইলো সড়ক সংলগ্ন তিয়রপাড়া তিনমাথা মোড়ে একটি কনফেকশনারি দোকানের বারান্দায় আয়েশি ভঙ্গিতে বসেছিল হনুমানটি।

স্থানীয় জুয়েল হোসেন, রবিন ও হীরাসহ বেশ কয়েকজন জানান, বৃহস্পতিবার সকালে নওগাঁ থেকে হনুমানটি লাফিয়ে একটি ভ্যানে ওঠে। সেই ভ্যানে সান্তাহার এসে নামে। এরপর রেলগেটে একটি ফলের দোকান থেকে দুটি আঙুর ও আপেল তুলে নেয়। এ সময় রেলগেটে ফল কিনতে আসা বেশ কয়েকজন ক্রেতা হনুমানটির কাছে এগিয়ে গিয়ে কিছু ফল দিতে চান। তবে মানুষের উপস্থিতি দেখে হনুমানটি ওই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যায়। পরে পৌর শহরের তিয়রপাড়া মোড়ে হনুমানটি দেখা যায়।

হনুমানটি ঘোরাফেরা করলেও কারও কোনো ক্ষতি করছে না। লম্বা লেজবিশিষ্ট এ হনুমানটি কীভাবে এবং কোথা থেকে এ এলাকায় এসেছে, তা কেউ বলতে পারছেন না। কেউ কেউ ভালোবেসে হনুমানটিকে কলা, বিস্কুট ও পাউরুটি খেতে দিচ্ছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. কামরুন্নাহার বলেন, কোনো প্রাণী অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা দেওয়ার দায়িত্ব আমাদের। তবে উপজেলায় কোনো প্রাণী সংরক্ষণ করার ব্যবস্থা নেই। ফলে এ বিষয়ে আমাদের কিছুই করার নেই।

আদমদীঘি-দুপচাঁচিয়া উপজেলা বন বিভাগের কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান বলেন, উপজেলায় আমাদের দায়িত্বরত কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগেও বিষয়টি জানানো হয়েছে। তারা প্রাণীটি সংরক্ষণের জন্য পদক্ষেপ নেবেন।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।