টেনিস বলে মিললো ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০৭ অক্টোবর ২০২১

বরগুনায় টেনিস বলে করে ইয়াবা পাচারের সময় দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুরি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন-কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাবিবুর রহমানের ছেলে বশির উদ্দিন এবং বরগুনার বামনা উপজেলার ফারুক দফাদারের ছেলে মো. রুবেল।

jagonews24

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা ইয়াবার ব্যবসা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ফুলঝুরি বাজারে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে টেনিস বলে মোড়ানো ৩২০ পিস ইয়াবা পাওয়া যায়।

বরগুনার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জাগো নিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।