মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ০৭ অক্টোবর ২০২১

নড়াইলে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার ব্রজপাটলী গুচ্ছগ্রামের বাসিন্দা আনসার গাজীর ছেলে জাহাঙ্গীর আলম ও হায়াত গাজীর ছেলে আব্দুল হাকিম গাজী। আসামিরা পলাতক আছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৭ আগস্ট নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার আবাদ মোড়ে ইঞ্জিন চালিত একটি আলম সাধুর বডির ভেতরে বিশেষ কায়দায় রক্ষিত ১ হাজার ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন আদালত।

হাফিজুল নিলু/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।