বন্ধুদের সঙ্গে গোসলে গিয়ে নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৮ অক্টোবর ২০২১
ফাইল ছবি

দিনাজপুরের ফুলবাড়ীর ছোট যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে স্রোতে তলিয়ে গিয়ে বাঁধন আকদ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী পৌর এলাকার দণি কষ্ণপুর ছোট যমুনা নদীর মাদরাসা ঘাট থেকে থেকে ২ কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে ওই ঘাটে তীব্র স্রোতে তলিয়ে যায় ওই কলেজছাত্র।

নিহত বাঁধন আকদ উপজেলার দণি কৃষ্ণপুর গ্রামের শাহাজাহান আকন্দর ছেলে এবং ফুলবাড়ী বিএম ইন্সটিটিউটের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, দুপুরে কলেজ থেকে বাড়িতে ফিরে কয়েক বন্ধু মিলে ছোট যমুনা নদীর মাদরাসা ঘাট এলাকায় গোসল করতে নামে। এর কিছুক্ষণ পর তীব্র স্রোতে বাঁধন তলিয়ে যায়। পরে স্থানীয়রা ও উপজেলা ফায়ার সার্ভিস তল্লাশি শুরু করে। বিকেলে রংপুর থেকে একটি ডুবুরি দল এসে ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে বিকেল সাড়ে ৫টায় তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এমদাদুল হক মিলন/ এফআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।