কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
ফাইল ছবি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ফোরকান শিকদার (৪৮) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মৃত ফোরকান পটুয়াখালীর গলাচিপা থানার কালাইঘোসর এলাকার বাসিন্দা।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ডেপুটি জেলার রুবাইয়া জাগো নিউজকে বলেন, ভোরে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন ফোরকান শিকদার। তার উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ফোরকান শিকদারকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঢাকা রেলওয়ে থানার করা মামলায় ২০২০ সালের ৪ মার্চ থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস