কিশোরগঞ্জে পোলট্রি খামারিদের বিক্ষোভ-স্মারকলিপি
কিশোরগঞ্জে পোলট্রি শিল্প রক্ষার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন করেছেন খামারিরা। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা পোলট্রি শিল্প রক্ষা জাতীয় পরিষদের এ কর্মসূচি পালিত হয়। পরে তার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
জেলা পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সভাপতি এ.কে ফজুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব খন্দকার মো. মহসীন, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজর সভাপতি মজিবুর রহমান বেলাল, সংগঠনের ঢাকা বিভাগের সভাপতি কামাল উদ্দিন আহমেদ নান্নু, ময়মনসিংহ বিভাগের অর্গানাইজার মো. ইসরাফিল, নরসিংদী জেলার সাধারণ সম্পাদক জহিরুল হক মোল্লা হারুন ও কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা ক্রমাগত লোকসানে হুমকির সম্মুখিন পোলট্রি শিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন তারা।
নূর মোহাম্মদ/আরএইচ/এএসএম