‘লোভ সামলাতে না পেরে মা-ছেলে এতিমের টাকা আত্মসাৎ করেছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১২ অক্টোবর ২০২১

লোভ সামলাতে না পেরে মা-ছেলে এতিমের টাকার আত্মসাৎ করেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কের সেন্টার অব এক্সিলেন্স ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্ত হয়ে জেলখানায় পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকম্পায় এখন বাইরে। অন্যজন দেশের বাইরে থেকে তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে মিথ্যাচার করছেন।

gazi2

আ ক ম মোজাম্মেল হক বলেন, বিএনপির শাসনামলে জনগণের সম্পদ নিরাপদ ছিল না। বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস বিকৃত করে সত্যকে আড়াল করতে চেয়েছিল। চক্রান্তকারী খুনি মোশতাক-জিয়া তাদের দোসর এবং আন্তর্জাতিক প্রভুদের সে সব আশা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, সেন্টার ফর এক্সসিলেন্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন স্টোন লেয়িং সিরিমনির প্রকল্প পরিচালক মনজুর আলম, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকরান বিক্রম ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।