ইরানের ‘মোস্তফা’ পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসান
এবার ‘বিজ্ঞান ও প্রযুক্তির সব ক্ষেত্র’ ক্যাটাগরিতে ইরানের ‘মোস্তফা’ পুরস্কার পেয়েছেন ড. জাহিদ হাসান তাপস। তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
চার ক্যাটাগরিতে এবার পাঁচজন মুসলিম বিজ্ঞানীকে এ পুরস্কার দেয়া হয়। ক্যাটাগরিগুলো হলো-তথ্য যোগাযোগ বিজ্ঞান ও প্রযুক্তি, জীবন ও চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তি, ন্যানো সায়েন্স ও ন্যানো টেকনোলজি এবং বিজ্ঞান ও প্রযুক্তির সব ক্ষেত্র। আগামী ২১ অক্টোবর বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
ড. জাহিদ হাসান তাপসের এ পুরস্কার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন তার ছোট বোন কেন্দ্রীয় কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক রুমানা আলী টুসি।
তিনি জানান, তার ভাই একজন প্রথিতযশা বিজ্ঞানী। এরই মধ্যে ভাইল ফার্মিয়ন কণার অস্তিত্ব আবিষ্কার করে নিজের অবস্থান বিশ্বখ্যাত বিজ্ঞানীদের সঙ্গে নিয়ে গেছেন তাপস। তিনি আমেরিকান সায়েন্স একাডেমির সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছেন। এছাড়াও জাহিদ হাসান তাপসের নেতৃত্বে ২২ সদস্যের একদল গবেষক দীর্ঘদিন গবেষণার পর এক ধরনের চুম্বক আবিষ্কার করেন। তার এ আবিষ্কার কম্পিউটারকে শতগুণ বেশি ক্ষমতাসম্পন্ন করে তুলবে বলে জানান তিনি।
জাহিদ হাসান তাপসের বাড়ী গাজীপুরের শ্রীপুরে। তার বাবা আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট রহমত আলী। তার মায়ের নাম নাদিরা রহমত আলী। ছোট ভাই গাজীপুর জেলা আওয়ামীলীগের নেতা অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়।
২০১৫ সাল থেকে শিক্ষা ও গবেষণাকে উৎসাহিত করতে এবং ইসলামী সহযোগী সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোতে কর্মরত বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার জন্য ইরানে এ পুরস্কার প্রবর্তিত হয়।
এফআরএম/জিকেএস