পুকুরপাড়ে মিললো স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৫ অক্টোবর ২০২১
ফাইল ছবি

দিনাজপুরে বাড়ির পাশের পুকুরপাড় থেকে মোসাদ্দেক হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) ভোরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাশিমপুর ডাবরপাড়া থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মোসাদ্দেক হোসেন ওই এলাকার হাফিজুর রহমানের ছেলে। সে চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে পূজা দেখার কথা বলে বাসা থেকে বের হয় মোসাদ্দেক। রাতে বাসায় ফিরতে দেরি হলে স্বজনরা খোঁজাখুঁজি করেন। সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।

নিহতের বাবা হাফিজুর রহমান বলেন, ছেলের পেট ব্যথা জনিত সমস্যা ও একটু মানসিক সমস্যা রয়েছে। পেট ব্যথার কারণে প্রায় আত্মহত্যার কথা বলত। কিন্তু আজকে সে সত্যি এ ঘটনা ঘটিয়েছে।

দিনাজপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) জাহিরুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।