কাল সচল হবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বিরামপুর (দিনাজপুর)
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৬ অক্টোবর ২০২১

দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর ছয়দিন বন্ধ থাকার পর রোববার (১৭ অক্টোবর) সকাল থেকে আবারো শুরু হবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে ১১-১৬ অক্টোবর ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দুই দেশের কর্তৃপক্ষ।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে মোবাইল ফোনে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন।

তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ১১-১৬ অক্টোবর পর্যন্ত ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আগামীকাল রোববার থেকে আবারো দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি সচল হবে।

এফআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।