চুয়াডাঙ্গায় ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:৪৯ এএম, ১৭ অক্টোবর ২০২১
ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধান্যখোলা গ্রাম থেকে সমসের আলী (৪৫) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ অক্টোবর) রাতে জীবননগর থানা পুলিশ ওই ভ্যানচালকের নিজ বাড়ি থেকে বৈদ্যুতিক তারের সঙ্গে প্যাঁচানো অবস্থায় ওই মরদেহ উদ্ধার করে। তিনি জীবননগর উপজেলার ধান্যখোলা গ্রামের স্কুলপাড়ার মল্লিক মণ্ডলের ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, নিহত ভ্যানচালক সমসের আলী স্ত্রী-সন্তানদের থেকে আলাদা থাকতেন। বাড়ি থেকে একটু দূরে একটি ঘর তৈরি করে সেখানে একাই থাকতেন। সেখানে তিনি বিদ্যুতে রান্না করাসহ ভ্যান চার্জ দিতেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বিদ্যুতের তারে পেঁচিয়ে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, একা থাকার কারণে কখন যে তার মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারছে না। পরিবারের লোকজনের কোনো আপত্তি না থাকায় সমসের আলীর মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের লোকজনের কাছে দেওয়া হয়েছে।

সালাউদ্দীন কাজল/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।