রত্না নদীতে ডুবে মাঝির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৭ অক্টোবর ২০২১
ফাইল ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে রত্না নদীতে ডুবে মো. রজব আলী (৬০) নামের এক মাঝির মৃত্যু হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) সকালে উপজেলার সুনামপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রত্না নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন রজব আলী। সকালে নদীতে যান তিনি। কিন্তু সকাল ৭টার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন। পরে জেলা সদর ও বানিয়াচং উপজেলা থেকে দমকল বাহিনীর দুটি ডুবুরি দল অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে।

বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরিএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।