ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রলীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৮ অক্টোবর ২০২১

ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ায় যশোরের ঝিকরগাছার এক ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া মেরাজ হোসেন মিঠু ঝিকরগাছার গদখালী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

জানা যায়, মেরাজ হোসেন মিঠু তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শুক্রবার (১৫ অক্টোবর) সাম্প্রদায়িক উসকানিমূলক স্ট্যাটাস দেন। এরপর পদ হারিয়ে শনিবার (১৬ অক্টোবর) ফেসবুকে আরেকটি স্ট্যাটাসে ক্ষমা চান তিনি।

না বুঝে পোস্টটি দিয়েছেন দাবি করে ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এমন ভুল আর কখনো হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে ভাই।’

এই বিষয়ে জানতে চাইলে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস জানান, মিঠু তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে উসকানিমূলক পোস্ট দিয়েছেন। যা ছাত্রলীগের দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে ইউনিয়ন ছাত্রলীগ থেকে তাকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে।

মিলন রহমান/এফআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।