বরগুনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২৩ অক্টোবর ২০২১

বরগুনার আমতলীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

jagonews24

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, সেবা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে কুয়াকাটায় যাচ্ছিল। অন্যদিকে কুয়াকাটা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ওই এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে এক নারী নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে এক শিশু মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর দুটি বাসের চালক ও হেলপার পালিয়ে যান।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।