কটূক্তিমূলক পোস্ট শেয়ারের অভিযোগে ক‌লেজশিক্ষক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কি‌শোরগঞ্জ
প্রকাশিত: ০৫:২৮ এএম, ২৪ অক্টোবর ২০২১

কি‌শোরগ‌ঞ্জে ফেসবু‌কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করার অভিযোগে রুহুল আমিন‌ নামে এক কলেজশিক্ষককে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

শ‌নিবার (২৩ অ‌ক্টোবর) রাত ১০টার দি‌কে কি‌শোরগঞ্জ শহ‌রের আখড়াবাজার এলাকা থে‌কে তা‌কে আটক ক‌রে পুলিশ।‌ হো‌সেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোস্তা‌ফিজুর রহমান আটকের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

পু‌লিশ জানায়, গত ১৪ অ‌ক্টোবর ‘স্ব‌প্নের পৃ‌থিবী অন্ধকার’ না‌মে এক‌টি আই‌ডি থে‌কে প্রধানমন্ত্রীর ছ‌বি ব্যবহার ক‌রে কটূক্তিমূলক এক‌টি পোস্ট দেওয়া হয়।‌ হো‌সেনপুর ম‌হিলা ডিগ্রি ক‌লে‌জের প্রভাষক রুহুল আমিন ওই পোস্টটি তার নি‌জের ফেসবুক আই‌ডি‌তে শেয়ার ক‌রেন। বিষয়‌টি প্রশাস‌নের নজ‌রে এ‌লে অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌কে আটক করা হয়।

এ ব্যাপা‌রে হো‌সেনপুর থানায় ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে এক‌টি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নূর মোহাম্মদ/এমএএইচ/‌

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।