ইলিশের অভয়াশ্রম রক্ষায় আন্ধারমানিককে দখল-দূষণমুক্ত করার দাবি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৪ অক্টোবর ২০২১

ইলিশের অভয়াশ্রম রক্ষায় আন্ধারমানিক নদীকে দখল ও দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও ওয়াটার কিপার্স বাংলাদেশ।

‘আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস-২০২১’ উপলক্ষে রোববার (২৪ অক্টোবর) বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত মানববন্ধনে অসংখ্য পরিবেশ কর্মীসহ শত শত সাধারণ মানুষ অংশ নেয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন- কলাপাড়া বাপার সভাপতি মো. শাহাদাৎ হোসেন বিশ্বাস, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মিজানুর রহমান, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু প্রমুখ।

jagonews24

বক্তারা ইলিশের অভয়াশ্রম রক্ষায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি কুয়াকাটা সৈকতের বেলাভূমের ক্ষয়রোধে সঠিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান। উপকূলের সংরক্ষিত বনাঞ্চল রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়।

মানববন্ধনে বাপার কলাপাড়া জোনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু বলেন, আন্ধারমানিক নদীর দুপাশে গড়ে ওঠা ইটভাটাগুলো পরিবেশকে বিনষ্ট করছে। আমরা প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত এ স্থাপনার ব্যাপারে পদক্ষেপ নিয়ে আন্ধার মানিককে রক্ষা করা হয়।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।