বগুড়ায় ৫০ অ্যাম্পুলসহ মাদককারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২৮ অক্টোবর ২০২১

বগুড়ার আদমদীঘির সান্তাহারে জামাল সরদার (৫০) নামে এক মাদককারবারিকে ৫০ অ্যাম্পুলসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সান্তাহার পৌর শহরের সাঁতাহার ঝংকার ক্লাব এলাকায় পুলিশ তার দেহ তল্লাশি করে ৫০ অ্যাম্পুল পায়। পরে তাকে গ্রেফতার করা হয়।

দুপুরেই তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার জামাল সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার মৃত আফজাল সরদারের ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জামাল সরদার মাদক বিক্রির উদ্দেশে পৌর শহরের সাঁতাহার মহল্লায় ঝংকার ক্লাব সংলগ্ন পাকা রাস্তায় পথচারীর মতো ঘোরাফেরা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করলে কোমড়ে লুঙ্গির ভাজে ৫০ অ্যাম্পুল পাওয়া যায়।

তিনি আরও বলেন, জামাল সরদার একজন চিহ্নিত মাদককারবারি। মাদক কারবার ছাড়া তার অন্য কোনো পেশা নেই।

ইউএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।