মহেশপুর সীমান্তে ছয় অনুপ্রবেশকারীসহ আটক ১৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৯ অক্টোবর ২০২১

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ছয় অনুপ্রবেশকারীসহ ১৪ জনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি।

শুক্রবার (২৯ অক্টোবর) ভোরে ভারতীয় সীমান্তের মাটিলা বিওপি এলাকার বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা গ্রাম থেকে ছয় অনুপ্রবেশকারীকে আটক করা হয়। তারা সবাই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে দুই পুরুষ, তিন নারী ও এক শিশু রয়েছে। একই সময় তাদের সহযোগিতার অপরাধে আবুল কালাম নামে এক দালালকে আটক করা হয়। আটক আবুল কালাম মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের নুর হোসেনের ছেলে।

একই দিন ভোরে ভারতীয় সীমান্তের যাদবপুর বিওপির বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার সোনাইডাংগা গ্রাম থেকে সাত নারী পুরুষকে আটক করে বিজিবি। তাদের মধ্যে চার পুরুষ, দুই নারী ও এক শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারত যাওয়ার চেষ্টা করছিল।

jagonews24

আটককৃতরা সবাই ঢাকা, খুলনা, বাগেরহাট, নড়াইল, ময়মনসিংহ, সাতক্ষীরা ও যশোরের বিভিন্ন এলাাকর বাসিন্দা।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, সকালে মামলার পর আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।