ঠাকুরগাঁওয়ে পাখির মেলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ২৯ অক্টোবর ২০২১

ঠাকুরগাঁওয়ে বিদেশি পাখি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও বার্ড সোসাইটির উদ্যোগে ও এভিয়ান কমিউনিটির তত্ত্বাবধানে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীর আহ্বায়ক ও ঠাকুরগাঁও বার্ড সোসাইটির সভাপতি মাসুদুর রহমান বাবু বলেন, এটি আমাদের কাছে একটি মেলা। এর মাধ্যমে আমাদের নতুন উদ্যোক্তারা অনুপ্রাণিত হবেন।

jagonews24

তিনি আরও বলেন, মেলায় একদিকে যেমন পাখিপ্রেমীরা তাদের কাঙ্ক্ষিত বিদেশি পাখি কিনতে পারছেন তেমনি পাখি পালনকারী উদ্যোক্তারাও ন্যায্যদামে পাখি বিক্রি করতে পারছেন।

বার্ড সোসাইটি সূত্রে জানা যায়, প্রদর্শনীতে ৪২ জন উদ্যোক্তা তাদের নিজস্ব ফার্মের বিদেশি পাখি প্রদর্শন করেন। এসব পাখি সর্বনিম্ন ৮০০ থেকে শুরু করে সর্বোচ্চ ৪০ হাজার এবং কবুতর এক হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকায় বিক্রি হয়।

তানভীর হাসান তানু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।