ভারত থেকে অনুপ্রবেশকালে গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ৩০ অক্টোবর ২০২১

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে পাঁচজনকে গ্রেফতার করেছে বিজিবি। শনিবার (৩০ অক্টোবর) সকালে মহেশপুর নেপা মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- গোপালগঞ্জ জেলার রাজিব বাড়ই (২৫), বিবেন রায় (৪২), আশিস রায় (২৩), অশিত বায় (১৭) ও সুজিৎ রায় (১৫)।

খালিশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান বলেন, ‘নেপা মোড় দিয়ে কয়েকজন ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন’ এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি বলেন, ওই পাঁচজনের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/ইউএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।