ভারত থেকে অনুপ্রবেশকালে গ্রেফতার ৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে পাঁচজনকে গ্রেফতার করেছে বিজিবি। শনিবার (৩০ অক্টোবর) সকালে মহেশপুর নেপা মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- গোপালগঞ্জ জেলার রাজিব বাড়ই (২৫), বিবেন রায় (৪২), আশিস রায় (২৩), অশিত বায় (১৭) ও সুজিৎ রায় (১৫)।
খালিশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান বলেন, ‘নেপা মোড় দিয়ে কয়েকজন ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন’ এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি বলেন, ওই পাঁচজনের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/ইউএইচ/এএসএম