ভুল করে চালের পোকা দমনের ওষুধ সেবন, মারা গেলো স্কুলছাত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১০:০৭ পিএম, ৩১ অক্টোবর ২০২১
ফাইল ছবি

বরগুনায় ভুল ওষুধ সেবনে তানজিলা আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৩১ অক্টোবর) বিকেলে তালতলী উপজেলার কড়ই বাড়িয়া ইউনিয়নের উত্তর ঝাড়া খালী গ্রামে এ ঘটনা ঘটে।

তানজিলা আক্তার একই এলাকার মোজাম্মেল মিয়ার মেয়ে। সে আলীর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণি ছাত্রী ছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তানজিলা দুপুরে পেটের গ্যাসের যন্ত্রণায় ভুগছিল। এসময় বাড়িতে চালের পোকা দমনের বিষাক্ত গ্যাস ট্যাবলেট ও পেটের গ্যাসের ট্যাবলেট পাশাপাশি রাখা ছিল। এসময় ভুল করে চালের পোকা দমনের বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে আমতলী হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী হাসপাতালে পাঠান। হাসপাতালে যাওয়ার পথে সন্ধ্যার দিকে সে মারা যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, গ্যাসের ওষুধের পরিবর্তে চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে একজন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।