ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০২ নভেম্বর ২০২১

ঝিনাইদহে বিদেশি পিস্তল ও গুলিসহ রাকিবুল ইসলাম হিল্লোল নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর সদস্যরা।

সোমবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার বয়ড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হিল্লোল উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের কাজী গোলাম হায়দারের ছেলে এবং পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শরিফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিল্লোলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। মামলা দিয়ে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদককে হিল্লোলকে অস্ত্র-গুলিসহ আটকের পর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করে র‍্যাব। পরে তাকে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা আদালতে পাঠিয়ে দিই।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।