ঘোড়াঘাটে নারিকেলে ধরাশায়ী নৌকা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বিরামপুর (দিনাজপুর)
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০২ নভেম্বর ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় বিপুল ভোটে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর সাত্তার মিলন।

মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক এ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, নির্বাচনে আব্দুর সাত্তার মিলন পেয়েছেন ছয় হাজার ৪২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম জগ প্রতীকে পেয়েছেন তিন হাজার ৭৭৪ ভোট। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউনুস আলী পেয়েছেন তিন হাজার ৩৭৮ ভোট।

এ পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মেয়র পদে পাঁচ প্রার্থী নির্বাচনে অংশ নেন। পৌরসভার নয় ওয়ার্ডে ৩৩ জন পুরুষ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচনে অংশ গ্রহণ করেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।