পিটিয়ে বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:১২ পিএম, ০২ নভেম্বর ২০২১

ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনকে (৪৫) মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তার কাছে থাকা মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া হয়।

সোমবার (১ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ছিনিয়ে নেওয়া ফরম উদ্ধার করে প্রশাসন।

জয়নাল আবেদীন জানান, তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া বারোবাজার ইউনিয়নের পাঁচ বছর চেয়ারম্যান ছিলেন। এবারও তিনি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিতে চান। এ জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সবকিছু ঠিকঠাক শেষে জমা দেওয়ার জন্য সোমবার বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদে যাচ্ছিলেন। পরিষদ মসজিদের কাছে যাওয়া মাত্র একদল সন্ত্রাসী তার ওপর হামলা করেন। তারা এলোপাতাড়ি মারধর করে মনোনয়নপত্র ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়।

জয়নাল আবেদীন অভিযোগ করেন, প্রতিপক্ষ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ তার লোকজন দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। তিনি নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী রাখতে চান না। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে বারোবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমি নিজের মনোনয়নপত্র জমা দিয়ে চলে এসেছি। জয়নাল আবেদীনের সঙ্গে আমার লোক খারাপ ব্যবহার করেনি।

এ বিষয়ে ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় পাঁচ-ছয়জনের নাম উল্লেখসহ বেশ কয়েকজনকে অজ্ঞাত করে একটি মামলা হয়েছে। আসামিদের ধরার জন্য মাঠে নেমেছে পুলিশ।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।