লোহাগড়া পৌরসভার মেয়র মশিয়ুর রহমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ০২ নভেম্বর ২০২১

নড়াইলের লোহাগড়া পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সৈয়দ মশিয়ুর রহমান।

মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা মো. ওয়ালউল্লাহ তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

তিনি বলেন, নির্বাচনে মশিয়ুর রহমান ৯ হাজার ৫৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফ জগ প্রতীকে পেয়েছেন ছয় হাজার ৬৫৯ ভোট। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এ পৌরসভায় ২৩ হাজার ৭৩৭ জন ভোটার রয়েছে। এর মধ্যে নারী ভোটার ১২ হাজার ১৬০ জন ও পুরুষ ১১ হাজার ৫৭৭ ভোটার। এবার তিন মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত ওয়ার্ডে ১২ নারী কাউন্সিল ও সাধারণ ওয়ার্ডে ৪০ প্রার্থী নির্বাচনে অংশ নেন।

হাফিজুল নিলু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।