নীলফামারীতে ট্রাকচাপায় ৩ শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ০৩ নভেম্বর ২০২১

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রবিউল ইসলাম (৫০), জাহাঙ্গীর (৫৩) ও আলম হোসেন (৪৮)। সবাই জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্য।

জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বলেন, ট্রাকটি রংপুর থেকে সৈয়দপুরে মাল নিয়ে আসছিল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিন শ্রমিককে চাপা দেয়। তারা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্য।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জাগো নিউজকে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার সম্ভব হয়নি। একজন ঘটনাস্থলে মারা যায় ও দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।