সুনামগঞ্জে খালে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:৩৫ এএম, ০৪ নভেম্বর ২০২১
ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ নভেম্বর) রাতে আলমখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ ইউনিয়নের বড়দল গ্রামের ও কাউকান্দী গ্রামের কেন্দুয়া নদী সংলগ্ন আলমখালী খালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পায়। এরপর আশেপাশের লোকজন এসে তাহিরপুর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ নিয়ে আসা হয়েছে থানায়।

লিপসন আহমেদ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।