শরীয়তপুর-চাঁদপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:৩১ এএম, ০৪ নভেম্বর ২০২১

অস্থায়ী বেইলি সেতু মেরামতের কারণে বন্ধ থাকা শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কে যান চলাচল শুরু হয়েছে।

৩১ ঘণ্টা পর বুধবার (৩ আগস্ট) রাত থেকে বেইলি সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। এর ফলে যানবাহনের চাপ কমে গেছে।

সরেজমিনে দেখা যায়, সড়কে যানবাহনের দীর্ঘ সারি নেই। স্বাভাবিকভাবেই সড়কে যানবাহন চলাচল করছে।

এর আগে মঙ্গলবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শরীয়তপুর সদর উপজেলার মধ্যপাড়া এলাকায় একটি কালভার্ট দেবে যায়। ফলে এ পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রী ও যানবাহন চালকরা।

শরীয়তপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান জানান, কালভার্টটি ৯০ দশকের। এর ওপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত হয়। এর কিছুক্ষণ পরই শুরু হয় অস্থায়ীভাবে বেইলি সেতু তৈরির কাজ। সন্ধ্যার দিকে কালভার্টের ওপর অস্থায়ী বেইলি সেতুর মেরামত কাজ সম্পন্ন হয়েছে। ফলে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, শরীয়তপুর-চাঁদপুর রুটে চার লেনের কাজ চলছে। এ সড়কের পুরনো কালভার্টগুলোও নতুন করে নির্মাণ করা হবে।

মো. ছগির হোসেন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।