এক মাস রেড ক্রিসেন্ট সোসাইটির খাবার পাবে অসহায় ৩০০ পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৪ নভেম্বর ২০২১

রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিট ফুটপাতের মানসিক ভারসাম্যহীন, অসহায় ও গরীব ৩০০ পরিবারকে আগামী এক মাস রান্না করা খাবার দেবে বলে জানিয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে শরীয়তপুর পৌর ঈদগাহ মাঠে করোনায় ক্ষতিগ্রস্ত এমন ৩০০ পরিবারকে আড়াই হাজার করে টাকা ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিটের যুব প্রধান হাবিবুর রহমান বলেন, করোনা শুরুর প্রথম থেকেই রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। করোনার প্রথম পর্যায়ে আমরা অসহায় পাঁচ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছি। আজ সদর ও ভেদরগঞ্জ উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ৩০০ পরিবারকে আড়াই হাজার করে টাকা ও রান্না করা খাবার দিচ্ছি। আজ থেকে আগামী এক মাস প্রতিদিন ৩০০ অসহায় পরিবারকে রান্না করা খাবার দেওয়া হবে।

রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন মুন্সী বলেন, অস্ট্রেলিয়ার অর্থায়নে রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় অফিস থেকে অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ ও রান্না করা খাবার বিতরণ করছি। রেড ক্রিসেন্ট সোসাইটি মানুষের বিপদে পাশে থাকে। নদী ভাঙন, বন্যাসহ যেকোনো দুর্যোগে কাজ করে রেড ক্রিসেন্ট সোসাইটি।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাতবর, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. ছগির হোসেন/ইউএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।