ঋণ পরিশোধ করেও খেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৪ নভেম্বর ২০২১

নওগাঁর বদলগাছীতে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ঋণ খেলাপির দায়ে আনোয়ার হোসেন নামে আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) উপজেলা পরিষদ আডিটোরিয়ামে প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ৩ নম্বর পাহাড়পুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে সাতজন মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। যাচাই-বাছাইয়ে পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের মনোনয়নপত্র ঋণ খেলাপির দায়ে বাতিল করা ঘোষণা করা হয়।

এ উপজেলার আটটি ইউনিয়নে ৫৪ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। যাচাই বাছাইয়ে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়। আগামী ৫-১১ নভেম্বর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়।

আনোয়ার হোসেন বলেন, বগুড়ার একটি বেসরকারি ব্যাংক থেকে জামিনদার হয়ে ঋণ নিতে সহযোগিতা করেছিলাম। ১ নভেম্বর ৬ লাখ ৮৪ হাজার ৩০০ টাকা পরিশোধ করা হয়েছে। নির্বাচন অফিসে পরিশোধের রশিদও জমা দিয়েছি। কিন্তু এরপরও ঋণ খেলাপির দায়ে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচন কর্মকর্তা বলছেন টাকা পরিশোধের কোনো ডকুমেন্ট এখনো তারা হাতে পাননি।

তিনি আরও বলেন, বাতিল আদেশ প্রত্যাহার করে মনোনয়নপত্র পুনরায় ফিরে পেতে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছি। প্রয়োজনে আপিল করা হবে।

এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহা. সেজারুদ্দিন জাগো নিউজকে বলেন, যাচাই-বাছাইয়ে দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আনোয়ার হোসেন একজন ঋণ খেলাপি। আর এ দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি যে টাকা পরিশোধ করেছেন এমন তথ্য মনোনয়নপত্র বাতিল হওয়ার আগ পর্যন্ত আমরা পাইনি।

তিনি আরও বলেন, মনোনয়নপত্র বাতিলকৃতরা আপিল করার সুযোগ পাবেন। আপিলে বৈধতা থাকলে তিনি মনোনয়নপত্র ফিরে পাওয়ার সুযোগ পাবেন।

আব্বাস আলী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।