নোয়াখালীতে একসঙ্গে তিন ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০৫ নভেম্বর ২০২১

নোয়াখালী জেলা প্রশাসনের তিনজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

তারা হলেন-সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) মো. ইমামুল হাফিজ নাদিম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) সৈকত রায়হান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) মো. মাসুদুর রহমান।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে এক অনুষ্ঠানে নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে তিনজনই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাদের জন্য দোয়া করবেন। যেন সুস্থ হয়ে আবার জনগণের সেবা করতে পারেন।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জাগো নিউজকে বলেন, ২৫৪ জনের নমুনা পরীক্ষা করে চারজনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় করোনায় মোট ২২৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৯১৮ জন।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।