দিয়াশলাই নিয়ে খেলতে গিয়ে আগুনে পুড়লো ৯ বসতঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ০৫ নভেম্বর ২০২১

রাঙ্গামটির তবলছড়ি পোস্ট অফিস কলোনির রফিকের ছোট ছেলে দিয়াশলাই নিয়ে খেলছিল। তার হাত থেকে হঠাৎ করে দিয়াশলাইয়ের আগুন লেগে যায় ঘরে। পরে সেই আগুনে পুড়ে যায় নয়টি বসতঘর।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Rangamati-Fire-pic-2.jpg

স্থানীয়রা জানান, রফিকের ছোট ছেলে দিয়াশালাই দিয়ে খেলতে গিয়ে তার ঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে সে আগুন আরও ছড়িয়ে পড়ে। চলাচলের রাস্তা সরু হওয়ায় ও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কোনো পরিবারই বাসা থেকে মালামাল বের করতে পারেনি।

রাঙ্গামাটি জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।

শংকর হোড়/ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।