মোংলায় ৪০ লাখ টাকার এসএস পাইপসহ যুবক আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ০৭ নভেম্বর ২০২১

বাগেরহাটের মোংলার কানাইনগর সংলগ্ন পশুর নদীতে অভিযান চালিয়ে ২৩ পিস এসএস পাইপসহ রবিউল ইসলাম (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা।

রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার এম হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোস্টগার্ডের একটি টহল দল শনিবার দিবাগত রাতে কানাইনগর সংলগ্ন পশুর নদীতে দুটি কাঠের নৌকা দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় নৌকা দুটিতে তল্লাশি চালানো হয়। এ সময় চুরি করে আনা ৩৫০ কেজি ওজনের ২০ ফুটের ২৩টি এসএস পাইপ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া রবিউল নামের এক চোরাকারবারিকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. এরশাদ হোসেন রনি/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।