খুলনায় করোনায় নারীর মৃত্যু
খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাহিদা বেগম (৫৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকালে খুলনার ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ২১ জন। এরমধ্যে আইসিইউতে তিনজন এবং ইয়োলো জোনে ১৮ জন ভর্তি রয়েছেন।
আলমগীর হান্নান/আরএইচ/জেআইএম