প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে থানা থেকে পালালো আটক যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০৮ নভেম্বর ২০২১
প্রতীকী ছবি

সুনামগঞ্জে অটোরিকশা চুরির ঘটনায় আটক এক ব্যক্তি দোয়ারাবাজার থানার ভেতর থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

সোমবার (৮ নভেম্বর) সকালে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে থানার ডিউটি অফিসারের কক্ষ থেকে পালিয়ে যান ওই ব্যক্তি।

পালিয়ে যাওয়া জাহাঙ্গীর আলম (২১) দোয়ারাবাজার উপজেলার উরুরগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে দোয়ারাবাজারে অটোরিকশা রেখে হোটেলে খাচ্ছিলেন চালক আবুল খায়ের। খাওয়া শেষে বের হয়ে দেখেন তার অটোরিকশাটি চুরি হয়ে গেছে। সোমবার তিনি স্থানীয়দের নিয়ে দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়ন থেকে অটোরিকশাসহ দুইজনেক ধরেন। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে জাহাঙ্গীর আলমসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জাগো নিউজকে বলেন, অটোরিকশা চুরির ঘটনায় সকালে আবুল খায়ের ও স্থানীয়রা দুইজনকে ধরে পুলিশের কাছে দিয়েছিল। পরে ওই দুজনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের থানায় আসতে বলি। কিন্তু তারা থানায় আসার আগেই জাহাঙ্গীর আলম প্রস্রাব করার কথা বলে পালিয়ে যায়। মামলা না হওয়ায় আরেকজনের পরিবার থানায় আসলে তাকে পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হবে। তবে চুরির ঘটনায় আবুল খায়ের মামলা করবেন বলে জানিয়েছেন।

লিপসন আহমেদ/ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।