স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৮ নভেম্বর ২০২১
প্রতীকী ছবি

রাঙ্গামাটিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মো. আবুল হোসেন (৪০) নামের একজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম. ইসমাইল হোসেন এ রায় দেন।

পেশায় নির্মাণশ্রমিক মো. আবুল হোসেন জেলা শহরের আলম ডকইয়ার্ড এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২১ ডিসেম্বর রাঙ্গামাটি জেলা শহরের আলম ডকইয়ার্ড এলাকার একটি বাসায় বাথরুমের দরজা পরিবর্তন করতে যান আবুল হোসেন। সেখানে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। ভুক্তভোগীর চিৎকারে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা করা হয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, ২০২০ সালের ধর্ষণচেষ্টার একটি মামলায় আসামি মো. আবুল হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে আসামিকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের রায় দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

শংকর হোড়/ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।