এক জালেই ধরা পড়লো ৯০ লাল কোরাল, তিন লাখে বিক্রি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ১১:২০ এএম, ০৯ নভেম্বর ২০২১

কক্সবাজারের টেকনাফ উপজেলার জাহাজপুরা উপকূলে ৯০টি সামুদ্রিক লাল কোরাল ধরা পড়েছে। স্থানীয় হেলাল উদ্দিন ও আবদুল করিমের জালে একবারেই মাছগুলো ধরা পড়ে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মাছগুলো ঘাটে তোলা হয়। পরে তিন লাখ টাকায় মাছগুলো কিনে নেন এক ব্যবসায়ী।

স্থানীয় যুবক ইরফান আজাদ সাগর বলেন, মঙ্গলবার ভোর ৫টার দিকে জাহাজপুরা গ্রামের হেলাল উদ্দিনের জাল ও নৌকা নিয়ে বঙ্গোপসাগরের জাহাজপুরা উপকূলে মাছ ধরতে যান আবদুল করিম মাঝি। ঘণ্টা সময় ধরে জাল ফেলার এক পর্যায়ে জাল ভারী হয়ে ওঠে। পরে জাল তুলে দেখা যায় ৯০টি লাল কোরাল ধরা পড়েছে।

স্থানীয় এক ব্যবসায়ী তিন লাখ টাকায় মাছগুলো কিনে নেন বলে জানান ওই যুবক।

ওই নৌকার কর্মী শহীদুল্লাহ জানান, মাছগুলো ঘাটে তোলার পর তিন লাখ টাকায় বিক্রি করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী আব্দুল আমিন মাছগুলো কিনেছেন।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন, এক জেলের জালে ৯০টি লাল কোরাল ধরা পড়েছে। পরে মাছগুলো তিন লাখ টাকায় বিক্রি হয়েছে।

এক সপ্তাহ আগে, সেন্টমার্টিনে এক জালে ধরা পড়ছিল ২০৪ টি লাল কোরাল। ছয় লাখ টাকায় বিক্রি হয়েছিল মাছগুলো।

ইউএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।