নীলফামারীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৯ নভেম্বর ২০২১

নীলফামারীতে ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি রুহুল আমিনকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৮ নভেম্বর) রাতে ডিমলায় অভিযান চালিয়ে র‌্যাব-১৩, সিপিসি-২ এর সদস্যরা তাকে গ্রেফতার করেন।

জানা গেছে, এবছরের ১৫ মে ডিমলা উপজেলার বন্দর খড়িবাড়ী গ্রামের এক কিশোরীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় রুহুল আমিন ও তার সহযোগীরা। খালিশা চাপানি ইউনিয়নের কাকিনাখাতা গ্রামের রাশেদুল ইসলামের বাড়িতে নিয়ে ধর্ষণের পর তারা ওই কিশোরীর পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ১৯ মে ভোরের দিকে ওই কিশোরীকে বাড়ির কাছে ফেলে রেখে যায় তারা। পরে মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

র‌্যাব-১৩, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল আমিন ধর্ষণের কথা স্বীকার করেছেন।

ইউএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।