ভাইয়ের বিরুদ্ধে কথা বলা সবচেয়ে বড় ভুল ছিল: কাদের মির্জা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০৯ নভেম্বর ২০২১

সেতুমন্ত্রী ও বড় ভাই ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলা সবচেয়ে বড় ভুল ছিল বলে উল্লেখ করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এজন্য তিনি অনুতপ্তও হয়েছেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ৮টায় ফেসবুকে লাইভে এসে ‘সত্যবচনের’ এক বছরের সফলতা-ব্যর্থতা নিয়ে কথা বলেন তিনি।

কাদের মির্জা বলেন, মানুষ ভুল করে এটাই স্বাভাবিক। আমিও ভুল করেছি। আমার সত্যবচনে সবচেয়ে বড় ভুল আমার বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলা।

তিনি বলেন, বাংলার সফল সৎ রাজনীতিবিদ ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলার জন্য আমি অনুতপ্ত।

লাইভে কাদের মির্জা তার সফলতার মধ্যে গত ১৬ জানুয়ারি বসুরহাট পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকে গৃহীত ভোটের ৭৭ ভাগ ভোট পাওয়াকে সবচেয়ে বড় সফলতা হিসেবে উল্লেখ করেন।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে বাদ দেওয়াও তার সফলতা বলে উল্লেখ করেন বসুরহাট মেয়র।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।