স্বতন্ত্র প্রার্থীর বাড়ির সামনে নৌকার কর্মীর মোটরসাইকেলে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১২:০১ পিএম, ১০ নভেম্বর ২০২১

 

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়ির সামনে থেকে আগুনে পোড়ানো অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ নভেম্বর) রাত ১২টার দিকে ইউনিয়নের পরীরখাল বাজার সংলগ্ন স্বতন্ত্র প্রার্থী (আনারস) আবদুল বারী বাদলের বাড়ির সামনে থেকে পোড়ানো মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। তবে এসময় উদ্ধারকৃত মোটরসাইকেলের মালিককে সেখানে পাওয়া যায়নি।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও বেতাগী সার্কেল) মেহেদী হাসান জানান, রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়দের খবরে পরীরখাল বাজার সংলগ্ন এলাকা থেকে আগুনে পোড়ানো একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনার এক ঘণ্টা পরে পরীরখাল এলাকার বাসিন্দা রিপন মিয়া নামের এক ব্যক্তি যোগাযোগ করে পুলিশকে জানায় ওই মোটরসাইকেলের মালিক তিনি।

মেহেদী হাসান জানান, রিপনের দাবি তিনি নৌকা মার্কার কর্মী। সভা শেষে ফেরার পথে ওই এলাকায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বাদলের সমর্থকরা তার উপর হামলা করলে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালান তিনি। পরে তিনি জানতে পারেন মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে।

রিপনের সাথে যোগাযোগ করা হলে তিনিও একই দাবি করেন। রিপন বলেন, স্বতন্ত্র প্রার্থী বাদলের সমর্থকরা তার ওপর হামলা করেছিল। জীবন রক্ষার্থে তিনি পালিয়ে বাঁচেন। পরে তার মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।

নৌকার প্রার্থী নাজমুল ইসলাম নাসির বলেন, আমি জেনেছি আমার এক কর্মী রিপনের ওপর হামলার চেষ্টা করেছে আনারসের লোকজন। এ সময় রিপন তাদের হাত থেকে বাঁচতে মোটরসাইকেল ফেলে রেখে আসেন। পরে ওই মোটরসাইকেলে আগুন দেয়া হয়।

তবে স্থানীয় বেশ কয়েকটি সূত্রের দাবি, স্বতন্ত্র প্রার্থী বাদলকে ফাঁসাতে রাতের আঁধারে রিপন নিজেই তার একটি অকেজো মোটরসাইকেলে আগুন দিয়েছিলেন।

স্বতন্ত্র প্রার্থী আবদুল বারী বাদলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বলেন, আমি খোঁজ নিয়ে জেনেছি আমাকে ফাঁসাতে নৌকার প্রার্থী তার কর্মীদের দিয়ে রিপনের মোটরসাইকেলে আগুন দিয়ে ফেলে রেখে যায়।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। প্রকৃতপক্ষে সেখানে কী ঘটেছিল তদন্তে বের হয়ে আসবে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।