পাঁচ টাকা ভাড়া বেশি নিয়ে জরিমানা গুনলেন ৩ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১১ নভেম্বর ২০২১

নির্ধারিত ভাড়ার চেয়েও পাঁচ টাকা বেশি আদায় করায় নোয়াখালী থেকে ফেনী রুটে চলাচলকারী সুগন্ধা পরিবহনকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ নভেম্বর) বিকেলে জেলা শহর মাইজদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ।

jagonews24

তিনি বলেন, এক ব্যক্তির অভিযোগে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নোয়াখালী থেকে ফেনী রুটে চলাচলকারী সুগন্ধা পরিবহনের চালককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিআরটিএ নোয়াখালীর মোটরযান পরিদর্শক সালেহ আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এছাড়াও সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীনে আরও তিনটি পরিবহনকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, যাত্রীদের থেকে আদায় করা বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয়েছে। একইসঙ্গে এ ধরনের অপরাধমূলক কার্যকালাপে না জড়াতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।