ভোটকেন্দ্রের পাশে মিললো দেশীয় অস্ত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১১ নভেম্বর ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জে ভোটকেন্দ্রের পাশ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ছয়ানি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেয়ালিয়া ভোটকেন্দ্রের পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় সন্ত্রাসীরা তিন ফুট লম্বা এসব অস্ত্র (ছোরা) ফেলে যেতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে সকাল ৮টা থেকে নোয়াখালী বেগমগঞ্জের ১৪ ইউনিয়নের ১৩২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এরমধ্যে বেগমগঞ্জ ও নরোত্তমপুর ইউনিয়নের ১৮ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে।

নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় ৪২ মোবাইল টিম, ১৪ স্ট্রাইকিং, আটটি স্পেশাল স্ট্রাইকিং, জেলা গোয়েন্দা শাখার চারটি টিম, অফিসার ইনচার্জের একটি টিম এবং সিনিয়র অফিসারদের পাঁচটি টিম মিলে এক হাজার ৯১ জন পুলিশ মোতায়েন রয়েছে।

এ ছাড়া কেন্দ্রে দুই হাজার ২৪৪ জন আনসার, র‍্যাবের ৫৪ জন এবং বিজিবির ১৪০ জন সদস্য একযোগে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।