কেন্দ্রে যাওয়ার সময় সাংবাদিকের ওপর নৌকার প্রার্থীর হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ১১ নভেম্বর ২০২১

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদে নির্বাচন চলাকালে কেন্দ্রে  যাওয়ার সময় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের ডিএন কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুরের দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল ইসলাম নাসির ভোট জালিয়াতির জন্য তার কর্মী-সমর্থকদের নিয়ে বালিয়াতলীর ডিএন কলেজ কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় মাছরাঙা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে নাসির ও তার কর্মীরা হামলা চালান। আরিফের ব্যক্তিগত প্রাইভেটকার ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত সাংবাদিক মুশফিক আরিফ বলেন, ‘আমি জানতে পারি ওই কেন্দ্রে ভোট জালিয়াতি করা হচ্ছিল। তাই পেশাগত দায়িত্ব পালনের জন্য কেন্দ্রে যাওয়ার সময় রাস্তায় গাড়ি আটকে রেখে কোনো কিছু বুঝে ওঠার আগেই নৌকার প্রার্থী নাসির ও তার কর্মীরা আমার ওপর হামলা চালায়। একপর্যায়ে গাড়ি থেকে কলার ধরে নামিয়ে মারধর করে এবং প্রাইভেটকার ভাঙচুর করে। এ বিষয়ে বরগুনা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে নৌকার প্রার্থী নাজমুল ইসলাম নাসির বলেন, সাংবাদিক মুশফিক আরিফ নৌকার বিরুদ্ধে অপপ্রচার করে আসছে। আজ ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার শাহিনের পক্ষে সে ভোট জালিয়াতিতে সাহায্য করতে এসেছে এমন খবরে আরিফকে রুখতে যাই। এ সময় একটু ধাক্কাধাক্কি হয়েছে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মেহেদী হাসান বলেন, ঘটনাটি আমরা শুনেছি এবং সঙ্গে সঙ্গে আহত সাংবাদিককে উদ্ধার করে শহরে পাঠানো হয়েছে। হামলার শিকার ওই সাংবাদিক যদি কোনো অভিযোগ করেন তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।