বরগুনায় আ’লীগ-বিদ্রোহীর সমান ভোট, বিজয়ী পেতে আবারও নির্বাচন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১২ নভেম্বর ২০২১

বরগুনা সদরের এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল ইসলাম নাসির ও বিদ্রোহী প্রার্থী এমএ বারী বাদল সমান ভোট পেয়েছেন। এ কারণে এই ইউনিয়নে এখনো বিজয়ী চেয়ারম্যানের নাম ঘোষণা হয়নি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় দ্বিতীয় ধাপে বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শেষে গণনায় দেখা যায়, এই ইউনিয়নে চেয়ারম্যা পদে আওয়ামী মনোনীত প্রার্থী নাজমুল ইসলাম নাসির এবং বিদ্রোহী প্রার্থী এমএ বারী বাদল ৫ হাজার ৭০০টি করে ভোট পেয়েছেন। অপর স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার শাহীন পেয়েছেন ৫ হাজার ১০০ ভোট।

ফলে গেজেট অনুযায়ী সমপরিমাণে ভোট পাওয়া এই দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তবে কবে নাগাদ পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

এদিকে কেন্দ্র থেকে নৌকা প্রতীকে সিলকৃত একটি ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল ইসলাম নাসির অভিযোগ করে বলেন, ডিএন কলেজের কেন্দ্রের বাইরে থেকে নৌকার সিল মারা একটি ব্যালট উদ্ধার করে ভোট গণনা কেন্দ্রে জমা দেওয়া হয়। কিন্তু সেখানে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা ব্যালটটি গ্রহণ করেননি।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল ইসলাম জাগো নিউজকে বলেন, কেন্দ্রের বাইরে থেকে পাওয়া ব্যালট গ্রহণযোগ্য নয়, ফলে ব্যালটটি আমরা গ্রহণ করিনি। এই ইউনিয়নে দুই প্রার্থীসমান ভোট পাওয়ায় আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

ইএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।