আদিতমারীতে আ’লীগ ৬ বিদ্রোহী ১ স্বতন্ত্র ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১২ নভেম্বর ২০২১

দ্বিতীয় ধাপের নির্বাচনে লালমনিরহাটের আদিতমারী উপজেলার আট ইউনিয়নের ছয়টিতে নৌকার প্রার্থী জয়ী হয়েছে। এছাড়া একটিতে নৌকার বিদ্রোহী এবং অপরটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ৯টায় আদিতমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ফারুক হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

উপজেলার আট ইউপির মধ্যে কমলাবাড়ীতে নৌকার মাহমুদ ওমর চিশতী, ভাদাইয়ে কৃষ্ণ কান্ত রায় বিদু, মহিখোচায় মোসাদ্দেক চৌধুরী, দুর্গাপুরে আসাদুজ্জামান নান্নু, সাপ্টিবাড়িতে এ কে এম আব্দুর সোহরব, ভেলাবাড়িতে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।

এছাড়া সারপুরে নৌকার বিদ্রোহী এ কে এম হুমায়ুন কবি ও পলাশীতে স্বতন্ত্র আলাউল ইসলাম ফাতেমি পাভেল জয়লাভ করেছেন।

মো. রবিউল হাসান/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।