শরীয়তপুরে বাল্কহেডের ধাক্কায় নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১২ নভেম্বর ২০২১

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নদী পার হওয়ায় সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা থেকে পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় বাল্কহেডটি জব্দ করে চার শ্রমিককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের কালিকাপ্রসাদ এলাকায় কীর্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত আলাবক্স সরদার (৭২) ওই ইউনিয়নের কালিকাপ্রসাদ গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন তারই ছেলে আব্দুল কাদের সরদার।

murder

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলাবক্স ও তার ছেলে আব্দুল কাদের দুধ বিক্রির করতে ভোজেশ্বর বাজারে যেতে নৌকা পার হচ্ছিলেন। নদীর মাঝখানে একটি বালুবাহী বাল্কহেড তাদের নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি উল্টে গিয়ে তারা নদীতে পড়ে যান। এসময় বাল্কহেডের পাখার সঙ্গে লেগে ঘটনাস্থলেই আলাবক্সের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের নদী থেকে উদ্ধার করেন। আহত আব্দুল কাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়িয়া উপজেলার সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে নড়িয়া থানা পুলিশের সহায়তায় চালকসহ ওই বাল্কহেডের চার শ্রমিককে আটক করে থানায় নিয়ে আসি। ঘটনাটি জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট করছি। ভুক্তভোগীর পরিবার ও বাল্কহেডের মালিকপক্ষের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো. ছগির হোসেন/ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।