চাঁদপুরে নৌকার একচেটিয়া জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১২ নভেম্বর ২০২১

চাঁদপুর সদর উপজেলার ৯ ইউপির সবকটিতে নৌকার প্রার্থী জয়লাভ করেছে। এর মধ্যে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন জেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ তোফায়েল হোসেন।

বিজয়ীরা হলেন, বিষ্ণুপুরে মো. নাছির উদ্দিন খান, আশিকাটিতে মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুরে মো. মাসুদুর রহমান নান্টু, রামপুরে আল মামুন (বিনা প্রতিদ্বন্দ্বীতায়), মৈশাদীতে মো. নুরুল ইসলাম, তরপুরচন্ডীতে ইমাম হাসান (বিনা প্রতিদ্বন্দ্বীতায়), বাগাদীতে বেলায়েত হোসেন বিল্লাল, বালিয়ায় মো. রফিকুল্যা পাটওয়ারী এবং চান্দ্রায় খান জাহান আলী কালু পাটওয়ারী।

নজরুল ইসলাম আতিক/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।