এবার এক কালো পোয়া মাছের দাম হাঁকা হলো সাড়ে সাত লাখ টাকা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৩ নভেম্বর ২০২১

এবার একটি কালো পোয়া মাছের দাম উঠেছে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত। কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার ট্রলার মালিক সালেহ আহমেদের জালে ধরা পড়েছে এই কালো পোয়াটি।

শনিবার বেলা ১১টার দিকে টেকনাফ পৌর কায়ুকখালী ঘাটে মাছ ধরা নৌকাটি ৩০ কেজি ওজনের কালো পোয়া একটি, ৪০টি রাঙা চৈ ও চারটি সামুদ্রিক কোরালসহ ভেড়ে। এরপর ঘাটে কালো পোয়া মাছটির কেজি প্রতি ২৫ হাজার টাকা মূল্য ধরে মোট সাড়ে সাত লাখ টাকায় কিনতে আগ্রহ দেখান স্থানীয় মাছ ব্যবসায়ী জামাল হোসেন।

দরদাম মনপুত না হওয়ায় অন্যান্য মাছগুলো ৭০ হাজার টাকায় বিক্রি করে কালো পোয়া মাছটি আরো বেশি মূল্যে বিক্রি করার আশায় কক্সবাজার ফিশারী ঘাটে নিয়ে যাওয়া হবে বলে জানান মালিক সালেহ আহমেদ।

তিনি জানান, তিনদিন আগে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যায় তার ট্রলারটি। সেখানে শনিবার সকালে জালে মাছগুলো ধরা পড়ে।

এর আগেও ১১ নভেম্বর সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের আবদুল মন্নান মেম্বারের ফিশিং বোটে ধরা পড়েছিল ২টি কালো পোয়া মাছ। মাছ দুটির ওজন ছিল ৬৪ কেজি ৭০০ গ্রাম। কক্সবাজারের স্থানীয় মাছ ব্যবসায়ীরা ৭ লাখ ৬০ হাজার টাকায় কিনে নিয়েছিলেন মাছ দুটি।

খোঁজ নিয়ে জানা যায়, কালো পোয়া মাছ চড়া দামে রপ্তানি করা হয়। বিশেষ করে এই মাছের বায়ুথলী মেডিকেল ক্যামিকেল হিসেবে ব্যবহার হয় বলে মাছ ব্যবসায়ীরা জানান।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।