মাঝ নদীতে বাল্কহেডে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৩ নভেম্বর ২০২১

চাঁদপুরের মেঘনা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এম ভি ফারুক নামে একটি কার্টুনবাহী বাল্কহেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, বাল্কহেডটি বরিশাল থেকে খালি কার্টুন নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে গ্রীন বয়ার কাছে এলে কার্টুনে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের জাহাজ অগ্নিবিনাশ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং বাল্কহেডে থাকা ৬ জনকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক জাহাজ অগ্নিবিনাশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে তা বলা যাবে। এখনো ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নজরুল ইসলাম আতিক/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।